এনে কোন ফুলের সৌরভ জগৎকে মাতালি রে।।
জমিন ছাড়া গাছের মূল, ডাল ছাড়া পাতা,
ফল ছাড়া বিচি তাহার অসম্ভব কথা রে।।
গাছের নামটি চম্পকলতা, পত্রের নাম তার হেম,
কোন ডালেতে রসের কলি, কোন ডালেতে প্রেম।
লালন শাহ ফকিরে বলে, ভক্তি প্রেমের নিগূঢ় কথা।
যার হৃদয়ে বস্তু নাই, সে খুঁজলে পাবে কোথা রে।।
————
লালন ও তাঁর গান, পৃ. ৭৪
এ আঙ্গিকে লালনের আর দ্বিতীয় গান নেই। এর সুর-কাঠামো ও ছন্দরীতি সম্পূর্ণ ভিন্নধর্মী। ‘ভক্তি প্রেমের নিগূঢ় কথা’ উক্তির মধ্যে লালনের প্রেম-দর্শনের মূল সুর ধ্বনিত হয়েছে।
প্লাবন বিশ্বাস
Pura lalon book er PDF link chai.Plz link