নিম্ন [ nimna ] বিণ.
1 নিচু, পদমর্যাদায় বা ক্ষমতায় নিচু (নিম্ন আদালত);
2 অনুন্নত (নিম্নভূমি);
3 নীচের, নীচে রয়েছে এমন, অধোভাগস্হ (নিম্নদেশ)।
☐ বি. তলদেশ, নিম্নবর্তী স্হান (পর্বতের নিম্ন, নদীর নিম্নে, নিম্নে উল্লিখিত)।
[সং. নি + √ স্না + অ]।
বি. নিম্নতা।
নিম্নগ, নিম্নগামী (-মিন্) বিণ. নীচের দিকে যায় এমন, অধোগামী (নিম্নগামী স্রোত, স্নেহ অতি নিম্নগামী)।
নিম্নগা বিণ. নিম্নগ -র স্ত্রীলিঙ্গ।
☐ বি. নদী।
নিম্নদেশ বি. নীচের অঞ্চল।
নিম্নবিত্ত বিণ. যাদের বিত্ত বা সম্পদ খুবই সামান্য আছে এমন, অসচ্ছল অবস্হাপন্ন।
নিম্নমধ্যবিত্ত বিণ. বি. মধ্যবিত্তদের মধ্যে দরিদ্রতর শ্রেণী বা ওই শ্রেণীভুক্ত।
নিম্নমুখী বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 নীচের দিকে বা কমতির দিকে গতিবিশিষ্ট।
নিম্নলিখিত বিণ. নীচে লেখা আছে এমন।
নিম্নসপ্তক বি. (সংগীতে) খাদের সপ্তক বা উদারার সপ্তক।
নিম্নসীমা বি. ন্যূনতম বা সবচেয়ে কম বা নীচের সীমা বা মান।
নিম্নোক্ত, নিম্নোদ্ধৃত, নিম্নধৃত বিণ. নীচে উল্লেখ করা হয়েছে এমন।
নিম্নোন্নত বিণ. উঁচু-নিচু, অসমতল।
Leave a Reply