নিমিষ, নিমেষ [ nimiṣa, nimēṣa ] বি.
1 পলক, চোখের পাতা ফেলা (‘এক দৃষ্টে চাহে সবে না করে নিমিষ’: বি. গু. নিমেষহীন নয়নে);
2 চোখের পাতা ফেলতে যেটুকু সময় লাগে (নিমিষে নিমিষে);
3 (আল.) মুহূর্তকাল (‘নিমিষের তরে নিয়েছি মা দেখে’: রবীন্দ্র)।
[সং. নি + √ মিষ্ + অ]।
এক নিমেষে ক্রি-বিণ. মুহূর্তের মধ্যে (এক নিমেষে ব্যাপারটা ঘটে গেল)।
Leave a Reply