নিমিত্ত [ nimitta ] বি.
1 হেতু, কারণ (পাপের নিমিত্ত শাস্তিভোগ);
2 উদ্দেশ্য, উপলক্ষ্য, প্রয়োজন (উপার্জনের নিমিত্ত বিদেশগমন);
3 শুভাশুভ লক্ষণ (দুর্নিমিত্ত);
4 যে কর্ম সাধন করে কিন্তু যার কোনো দায়িত্ব বা কর্তৃত্ব নেই (আমি তো নিমিত্তমাত্র)।
☐ অব্য. অনু. জন্য (মৃতের নিমিত্ত শোক কোরো না, কীসের নিমিত্ত এ কাজ করল?)।
[সং. নি + √ মিদ্ + ত]।
নিমিত্তের ভাগী — প্রকৃত কর্তা না হয়েও হেতুরূপে বিবেচিত।
Leave a Reply