নিমজ্জন [ nimajjana ] বি. 1 ডুবে যাওয়া (জলে নিমজ্জন); 2 অবগাহন; 3 আচ্ছন্ন বা নিবিষ্ট হওয়া (চিন্তায় নিমজ্জন); 4 ডুবানো (জলপাত্র জলে নিমজ্জন)।।
[সং. নি + √ মস্জ্ + অন]
নিমজ্জিত বিণ. ডুবে গেছে বা ডুবিয়ে দেওয়া হয়েছে এমন, আচ্ছন্ন, নিবিষ্ট, নিমগ্ন।
স্ত্রী. নিমজ্জিতা।
নিমজ্জমান (অশু.) বিণ. নিমজ্জিত হচ্ছে এমন।
স্ত্রী. নিমজ্জমানা।
Leave a Reply