নিমক [ nimaka ] বি. লবণ, নুন।
[হি. নিমক < ফা. নমক]।
নিমক খাওয়া ক্রি. বি. পরের অন্নে পালিত হওয়া; পরের কাছে উপকৃত বা কৃতজ্ঞ থাকা।
নিমকদানি বি. নুন রাখার পাত্র।
নিমকমহল বি. লবণ উত্পাদক জমি।
নিমকহারাম বিণ. কৃতঘ্ন, যে নুন খেয়েও অর্থাত্ উপকার পেয়েও তা স্বীকার করে না।
বি. নিমকহারামি।
নিমকহালাল বিণ. কৃতজ্ঞ।
বি. নিমকহালালি।
Leave a Reply