নিবেদন [ nibēdana ] বি.
1 বর্ণন;
2 বিনীত উক্তি;
3 আবেদন;
4 জ্ঞাপন (সবিনয় নিবেদন);
5 উত্সর্গ (দেবতাকে নিবেদন);
6 সমর্পণ (আতত্মনিবেদন)।
[সং. নি + √ বেদি (< বিদ্ + ণিচ্) + অন]।
নিবেদন করা ক্রি. বি. আবেদন করা; বিনীতভাবে জানানো; সমর্পণ করা।
নিবেদা ক্রি. (কাব্যে) নিবেদন করা (নিবেদিনু তব চরণে)।
নিবেদিত বিণ. নিবেদন করা হয়েছে এমন।
স্ত্রী. নিবেদিতা।
নিবেদনীয়, নিবেদ্য বিণ. নিবেদন করতে হবে বা করা উচিত এমন। (তু. নৈবেদ্য)।
Leave a Reply