নিবিড় [ nibiḍ় ] বিণ. 1 অতি ঘনিষ্ঠ, গভীর (নিবিড় সম্পর্ক, নিবিড় সংযোগ); 2 ঘন, গহন, নিশ্ছিদ্র (নিবিড় বন); 3 সান্দ্র, জমাট (নিবিড় অন্ধকার); 4 গাঢ় (নিবিড় আলিঙ্গন); 5 স্হূল (নিবিড় নিতম্ব); 6 দৃঢ়, শক্ত (নিবিড় বন্ধন)।
[সং. নি + √ বিড়্ + অ]।
বি. নিবিড়তা।
Leave a Reply