সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে অধরে মেশে তারা।। মন যদি আজ হও রে ফকির লও জেনে সে ফানার ফিকির ধরা অধরা। ফানায় ফিকির না জানিলে ভস্ম মাখা হয় মসকরা।। কূপজলে সে গঙ্গার জল পড়িলে সে হয় রে মিশাল উভয় এক ধারা। তেমনি জেনো ফানার করণ রূপে রূপ মিলন করা।। মুরশিদ রূপ আর আলেক নূরী এম মনে কেমনে করি দুই রূপ নিহারা। লালন বলে, রূপ সাধনে হস্ নে যেন ঠিক-হারা।।
————-
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১২৭
‘বাংলার বাউল ও বাউল গানে’ ভনিতা এভাবে লেখা হয়েছে:
লালন বলে, রূপ সাধিলে
হোসনে যেন রূপহারা।। – ঐ, পৃ. ১০২
কথান্তর:
সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে অধরে মেশে তারা।। মন যদি হতে চাও ফকির জানিয়া ফানার ফিকির ধরা অধরা। অধরারে না ধরিলে ধর্ম শেখা মসকরা।। গঙ্গার জল কূপজল নয় মিশাইলে একজল হয় উভয় এক ধারা। তেমনি জেনে ফানার করণ রূপে রূপ মিলন করা।। মুরশিদ রূপ আর আলেক নবী দুই রূপেতে এক রূপ হেরি উভয় এক জোড়া। লালন বলে, রূপ সাধনে যেন মনে জ্ঞানহারা।।
————-
হারামণি, ৭ম খণ্ড, পৃ. ১৫-১৬
Leave a Reply