নিবদ্ধ [ nibaddha ] বিণ. 1 বদ্ধ, আবদ্ধ (মূর্তিতে নিবদ্ধ দেবতা); 2 আটকানো, সংলগ্ন; 3 পরিহিত; 4 নিবেশিত (কাহিনীর মধ্যে ইতিহাস নিবদ্ধ); 5 নিবিষ্ট, স্হাপিত, স্হির করে রাখা হয়েছে এমন (নিবদ্ধ দৃষ্টি); 6 গ্রথিত, বিন্যস্ত (ধারানিবদ্ধ)।
[সং. নি + √ বন্ধ্ + ত]।
নিবদ্ধীকরণ বি. রেজিস্ট্রিভুক্তকরণ, registration (স.প.)।
Leave a Reply