নিন্দা [ nindā ] বি. কুত্সা, অপবাদ, অখ্যাতি, কলঙ্ক, বদনাম।
☐ ক্রি. (কাব্যে)
1 নিন্দা করা;
2 দোষ দেওয়া;
3 ভর্ত্সনা করা (‘কেন নিন্দ মোরে’)।
[সং. √ নিন্দ্ + অ + আ]।
নিন্দাজনক বিণ. কলঙ্কজনক।
নিন্দাবাদ বি. কুত্সা।
নিন্দার্হ বিণ. নিন্দার যোগ্য, নিন্দনীয়।
নিন্দাসূচক বিণ. নিন্দা বুঝায় এমন।
Leave a Reply