রাখলে সাঁই কূপজল করে আন্দেলা পুকুরে।। হবে সজল বরষা রেখেছি সেই ভরসা আমার এই ভগ্নদশা যাতে কতদিন পরে।। এবার যদি না পাই চরণ আবার কি পড়ি ফেরে।। নদীর জল কূপজল হয় বিলে বাওড়েতে বয় সাধ্য কি গঙ্গাতে যায় গঙ্গা না এলে পরে। জীবের তেমনি ভজন বৃথা তোমার দয়া নাই যারে।। মন্ত্র পড়ে রয় যদি লক্ষ বৎসর যন্ত্রী বিহনে যন্ত্র কভু না বাজতে পারে। আমি যন্ত্র, তুমি যন্ত্রী সু-বোল ধরাও মোরে।। পতিত পাবন নামটি শাস্ত্রে শুনেছি খাঁটি পতিত না তরাও যদি কভু কবে ঐ নাম ধরে। লালন বলে, তরাও গো সাঁই এ ভব কারাগারে।।
———–
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১১৬-১৭
এই গানে সঞ্চারী স্তবকটি অসম্পূর্ণ; একটি চরণ নেই, অন্ত্যমিলেও ত্রুটি আছে। স্মৃতি-চ্যুতির কারণে এরূপটি হয়েছে। এর অব্যবহিত পূর্বের গানটি একই আঙ্গিকে রচিত।
Bishakha Mookherjee
Apurba!!!!