নিধন1 [ nidhana1 ] বি. 1 সংহার, বিনাশ (দৈত্যনিধন); 2 মৃত্যু (সত্পথে থেকে নিধনও ভালো, ‘স্বধর্মে নিধনং শ্রেয়ঃ’); 3 (জ্যোতিষ) রাশিচক্রের লগ্ন থেকে অষ্টম স্হান।
[সং. নি + √ ধা + ‘উণাদি’ অন]।
নিধন2 [ nidhana2 ] বিণ. ধনহীন, নিঃস্ব।
[বাং. নি (=নাই) + ধন (বহু.)]।
Leave a Reply