নিত্য [ nitya ] ক্রি-বিণ. 1 সর্বদা, সতত (সেইজন্য নিত্য শঙ্কিত থাকে); 2 প্রতিদিন (নিত্য এক কাজ করে যাচ্ছি)।
☐ বিণ. 1 প্রাত্যহিক (নিত্য ব্যবহারের বস্তু); 2 দৈনন্দিন (নিত্যকৃত্য); 3 অক্ষয়, চিরস্হায়ী (নিত্য ধর্ম, নিত্যানন্দ); 4 অনাদি, অনন্ত, চির (নিত্যকাল, নিত্যসত্তা); 5(পদার্থ.) ধ্রুব, অপরিবর্তনীয়, constant (বি. প.)।
[সং. নি + ত্য]।
নিত্যকর্ম, নিত্যকৃত্য, নিত্যক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান।
নিত্যকার বিণ. প্রতিদিনের, রোজকার (নিত্যকার কাজ)।
নিত্যকাল বি. চিরকাল।
নিত্যতা বি. চিরস্হায়িত্ব, চিরন্তনতা (মানবসত্তার নিত্যতা)।
নিত্যধাম বি. স্বর্গ।
নিত্যনৈমিত্তিক বিণ. 1 বিশেষ উদ্দেশ্যে বা উপলক্ষ্যে করণীয়; 2 প্রতিদিন ঘটে বা অনুষ্ঠিত হয় এমন, দৈনন্দিন (এ সংসারে অশান্তি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা)।
নিত্যপ্রয়োজনীয় বিণ. জীবনধারণের পক্ষে একান্ত প্রয়োজন এমন (নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে)।
নিত্যপ্রলয় বি. সুষুপ্তি, নিদ্রা।
নিত্যবৃত্ত বিণ. প্রতিদিন ঘটে বা ঘটত এমন (নিত্যবৃত্ত অতীত)।
নিত্যযাত্রী (ত্রিন্) বি. প্রতিদিন যাতায়াত করে এমন লোক।
নিত্যযৌবন বিণ. যার যৌবন অক্ষুণ্ণ থাকে।
স্ত্রী. নিত্যযৌবনা।
নিত্যসঙ্গী (-ঙ্গিন্) বি. সর্বক্ষণের সঙ্গী।
নিত্যসমাস বি. (ব্যাক.) সে সমাসে ব্যাসবাক্য হয় না বা ভিন্ন পদ দ্বারা হয়।
নিত্যসেবা বি. দৈনিক পূজা।
Leave a Reply