যে জন উন্মত্ত হইয়াছে গুরুর প্রেমের ডুরিতে।।
আল্লার হাতে কোরনখানি
নিচে আগুন উপরে পানি
তারই মধ্যে কাদের গণি
বইসা ঐ নাম জপতেছে – প্রেম-ডুরিতে।।
শুনেছি ত্রিবেণীর ঘাটে
আজগুবি এক ফুল ফুইটাছে
সেই ফুল আছে মায়ের কাছে
ও ফুল রসিক ধইরাছে – প্রেম-ডুরিতে।।
যে তারে করেছে ধরো
খোদার ছোট নবীর বড়
ফকির লালন বলে নড়চড়
যাক সেই চরণে মিশে – প্রেম-ডুরিতে।।
——–
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৩৮-৩৯
Leave a Reply