নিতান্ত [ nitānta ] বিণ. 1 অতিশয় (নিতান্ত দুঃখ, নিতান্ত অন্যায়); 2 অতি ঘনিষ্ঠ (নিতান্ত আত্মীয়, নিতান্ত আপনার জন)।
☐ বিণ-বিণ. খুব (নিতান্ত খারাপ, নিতান্ত বদ)।
☐ ক্রি-বিণ. একান্ত, নেহাত (নিতান্তই যদি ভয় হয়, নিতান্তই যদি করতে চাও তবে কর)।
[সং. নি + তম্ + ত]।
নিতান্তপক্ষে ক্রি-বিণ. অন্তত, খুব কম হলেও, কমপক্ষে (নিতান্তপক্ষে একটা দিন সময় চাই)।
Leave a Reply