যাতে যায় শমন যন্ত্রণা। ভুল নারে মন, গুরুর শীতল চরণ ভুল না।। বেদ বৈদিকের ভোলে ভুলে গুরু ছেড়ে গৌর বলে মনের ভ্রম এ সকলে শেষে যাবে রে যাবে জানা।। চৈতন্য আজব সুরে থেকে নিকটে দেখায় দূরে গুরু রূপ আশ্রয় করে কর রূপের ঠিকানা।। অবোধ জীবের তরে নিজ রূপ সম্ভব না রে লালন বলে, তাইতে গোঁসাই রে দেখায় স্বরূপে রূপ নিশানা।।
——–
বাউল কবি লালন শাহ, পৃ. ২৭০-৭১
আব্দুল বারী মন্দল, বাংলাদেশ নেভি
আপনাদের সবাইকে সাগতম জানাই লালন এর মত একজন সুফি সাদকের সব কিছু internet এর মাদ্ধমে তুলে দরার জন্য।
আব্দুল বারী মন্দল, বাংলাদেশ নেভি
আপনাদের সবাইকে সাগতম জানাই লালন এর মত একজন সুফি সাদকের সব কিছু internet এর মাদ্ধমে তুলে দরার জন্য।