মুরশিদের মহৎ গুণ লেনা বুঝে। যাহার কদম বিনে ধরম করম মিছে।। মুরশিদ যার আছে নিহার ধরিতে পারে অধর সেই অনাযাসে। মুরশিদ খোদা ভাবলে জুদা পড়বি পেচে।।১ যত সব কলমা কালাম ঢুঁড়িলে মিলে তামাম কোরান বিচে। তবে কেনো পড়া ফাজেল মুরশিদ ভজে।। আলাদা বস্তু কি ভেদ কিবা হয় ভেদ মোরশেদ জগৎ মাঝে। সিরাজ সাঁই কয়, দেখ রে লালন আক্কেল খুঁজে।।
———-
বাউল কবি লালন শাহ, পৃ. ৩০৯-১০
‘লালন-গীতিকা’য় গানটির অন্তরা-সঞ্চারীর স্থান-বদল হয়েছে; উপরন্তু বেশ কিছু পাঠভেদ আছে।
এ জন্য গানটি সম্পূর্ণ তুলে দেওয়া হল:
মুরশিদের মহৎ গুণ নে না বুঝে। যাহার কদম বিনে ধরম করম মিছে।। যত সব কালমা কালাম ধুড়িলে মিলে তামাম কারণ কি যে। তবে কেনো পড়া ফাজিল মুরশিদ ভজে।। মুরশিদ যার আছে নেহার ধরিতে পারে অধর সেই অনায়াসে। মুরশিদ খোদা ভাবের জুদা পড়বি পেচে।।১ আলাদা কভু কি ভেদ কিবা সেই ভেদি মুরশিদ জগৎ মাঝে। সিরাজ সাঁই কয়। দেখ রে লালন আক্কেল খুঁজে।।
– পৃ. ১৭২
১. পেচে < পেচ (ফারসি) + এ – প্যাঁচ, কুট চাল, সংকট।
Leave a Reply