নিকা1, [ nikā1, ] (কথ্য) নিকে বি.
1 মুসলমানদের বিবাহ (নিকানামা);
2 বিধবাবিবাহ;
3 অন্যের তালাক-দেওয়া স্ত্রীকে বিবাহ (নিকার বউ)।
[আ. নিকাহ্]।
নিকানামা বি. বিবাহের চুক্তিপত্র।
নিকা2 [ nikā2 ] ক্রি. নিকানো।
[দেশি]।
নিকানো ক্রি. গোবর-গোলা বা মাটি-গোলা জলে ভিজানো ন্যাকড়া দিয়ে মেঝে দেওয়াল প্রভৃতি মাজা বা লেপন করা (গোবর নিকানো, দাওয়া নিকানো)।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
Leave a Reply