‘-নি1 [ -ni1 ] ক্রি. 1 নাই-এর কথ্য রূপ (চাইনি, হয়নি, যায়নি); 2 না-এর কথ্য রূপ (আর বলিসনি, ওখানে যাসনি)।
নি2 [ ni2 ] বি. (সংগীতে) স্বরগ্রামের নিষাদ বা নিষাদের সংকেত।
নি3 [ ni3 ] অব্য. বিবিধ ভাবপ্রকাশের উপসর্গ-যথা 1 সামীপ্য, নৈকট্য (নিকট); 2 আশ্রয় (নিলয়); 3 অভাব (নিখরচা, নিটোল, নিখুঁত); 4বিরতি (নিবৃত্তি); 5 আতিশয্য (নিদারুণ); 6 সমূহ (নিকর)।
[সং.]।
Leave a Reply