নাশ [ nāśa ] বি. 1 ধ্বংস; 2 লোপ, ক্ষয়; 3 মৃত্যু।
[সং. √ নশ্ + অ]।
নাশক বিণ. বিনাশকারী (তিমিরনাশক)।
নাশকতা বি. 1 নাশ, ধ্বংস; 2 সন্ত্রাস; 3 ষড়যন্ত্রমূলক কার্যকলাপ, অন্তর্ঘাত।
নাশকতামূলক বিণ. অন্তর্ঘাতী, ষড়যন্ত্রমূলক।
নাশন বি. নাশ করা।
☐ বিণ. নাশকারী। নাশা ক্রি. (কাব্যে) নাশ করা (নাশো দুঃখ, নাশো ক্লেশ)।
☐ বিণ. (সমাসে উত্তরপদরূপে) নাশকারী, নাশক (সর্বনাশা)।
নাশিত বিণ. বিনষ্ট, নাশপ্রাপ্ত, ধ্বংস হয়ে গেছে এমন।
নাশী (-শিন্) বিণ. 1 বিনাশশীল (অবিনাশী); 2 বিনাশকারী (সর্বনাশী, দুঃখনাশী)।
নাশিনী বিণ. (স্ত্রী.) নাশ করে এমন (দুর্গতিনাশিনী)।
Leave a Reply