নারিকেল, (কথ্য) নারকেল, নারকোল [ nārikēla, (kathya) nārakēla, nārakōla ] বি. সুস্বাদু জলে ও শাঁসে পূর্ণ এবং কঠিন আবরণযুক্ত ফলবিশেষ বা তার গাছ।
[সং. নারিকের, নারিকেল]।
নারিকেল তৈল, নারকেল তেল বি. নারকেলের শাঁস থেকে প্রস্তুত তেলবিশেষ।
নারিকেলভস্ম বি. নারকেল থেকে প্রস্তুত কবিরাজি ওষুধবিশেষ।
নারিকেলি, (কথ্য) নারকেলি, নারকোলি, নারকুলে বিণ. নারকেলের আকৃতিবিশিষ্ট (নারকেলি বেল, নারকোলি কুল)।
Leave a Reply