নারায়ণ [ nārāẏaṇa ] বি. বিষ্ণু।
[সং. নার + অয়ন]।
নারায়ণক্ষেত্র বি. গঙ্গাপ্রবাহ থেকে চার হাত বিস্তৃত তীরভূমি বা উক্ত তীরভূমি কল্পনা করে রচিত ভূমি, যেখানে মুমূর্ষু হিন্দুদের স্হাপন করা হয়।
নারায়ণতৈল, (কথ্য) নারায়ণতেল বি. কবিরাজি তেলবিশেষ।
নারায়ণী বি. (স্ত্রী.) 1 (নারায়ণের অংশ সম্ভূতা বলে) মহাশক্তি দুর্গা; 2 নারায়ণপত্নী লক্ষ্মীদেবী।
☐ বিণ. নারায়ণসম্বন্ধীয়া।
নারায়ণী সেনা বি. শ্রীকৃষ্ণের সংশপ্তক সৈন্যবাহিনী
Leave a Reply