মুরশিদ জানায় যারে, মর্ম সেই জানতে পায়। জেনে শুনে রাখে মনে সে কি কারে কয়।। নিরাকার রয় অচিন দেশে আকার ছাড়া চলে না সে নিরান্ত সাঁই অন্ত যার নাই যা ভাবে তাই হয়।। মুন্সী লোকের মুন্সীগিরি আমি কি তাই জানতে পারি আকার নাই যার বরজখ কার বলে সর্বদায়।। নূরেতে ফুল আলম পয়দা আবার কয় পানির কথা নূর কি পানি বস্তু জানি লালন ভাবে তাই।।
————-
লালন-গীতিকা, পৃ. ১৬০-৬১
লালনের ভাষার উপর অসাধারণ দখল ছিল। তিনি ছন্দ ও সুর নির্মাণে মুন্সিয়ানা প্রদর্শন করেছেন। তিনি কেবল অন্তয়মিল দেখিয়ে সন্তুষ্ট ছিলেন না, একই চরণে আন্তঃমিল রচনাতেও দক্ষ ছিলেন। এই গানে প্রতি স্তবকের ৩য় চরণে এরূপ আন্ত পার্বিল মিল রচনা করেছেন।
Leave a Reply