মলে গুরু প্রাপ্ত হবে, সে তো কথার কথা। জীবন থাকিতে যারে না দেখিলাম হেথা।। সেবা মূল করণ তারি না পেয়ে কার সেবা করি আন্দাজি হাতড়িয়ে ফিরি কথায় লতাপাতা।।১ সাধন জোরে এ ভাব যায় সে রূপ চক্ষে হবে নেহার তারই বটে সেরূপ আমার মেলে যথাতথা।। ভজে পাই কি পেয়ে ভজি কি ভজনে হয় সে রাজি সিরাজ সাঁই কয় কি আন্দাজি লালন মুড়ায় মাথা।।
————-
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ৬২
কথান্তর:
১. কথার পাতা – বাউল কবি লালন শাহ, পৃ. ৩১৯-২০
Leave a Reply