নাভি [ nābhi ] বি. 1 পেটের মাঝখানে ছোটো আবর্তবিশেষ, নাই; 2 চক্রের কেন্দ্রাংশ।
[সং. √ নহ্ + ই]।
নাভিকুণ্ডল, নাভিকুণ্ডলী বি. নাভি, নাভির গোল আবর্ত বা চক্র।
নাভিচক্র বি. নাভিতে অবস্হিত মণিপুরচক্র।
নাভিপদ্ম বি. 1 পদ্মসদৃশ নাভি; 2 (তন্ত্রে) নাভিস্হ পদ্ম বা মণিপুরচক্র।
নাভিশ্বাস বি. 1 মুমূর্ষু ব্যক্তির শ্বাসের ঊর্ধ্বমুখী টান; 2 (আল.) মৃত্যুযন্ত্রণা; 3 শেষ অবস্হা (ব্যাবসার এখন নাভিশ্বাস উঠেছে)।
Leave a Reply