নাদা1 [ nādā1 ] বি. বড়ো জালা বা গামলা।
[সং. নন্দা]।
নাদাপেটা বিণ. বড়ো জালা বা গামলার মতো পেটওয়ালা, স্হূলোদর।
নাদা2 [ nādā2 ] ক্রি. (ঘোড়া হাতি প্রভৃতি পশুর) মলত্যাগ করা।
[নাদ2 দ্র]।
নাদা3 [ nādā3 ] ক্রি. গর্জন করা।
[নাদ1 দ্র]।
নাদি বি. 1 পশুর বিষ্ঠা বা মল; 2 ছাগল, ইঁদুর প্রভৃতি ছোটো প্রাণীর মল।
Leave a Reply