নাদ1 [ nāda1 ] বি. 1 শব্দ, ধ্বনি (শঙ্খের নাদ); 2 গর্জন (সিংহনাদ)।
[সং. √ নদ্ + অ]।
নাদবিন্দু বি. চন্দ্রবিন্দু।
নাদা ক্রি. (কাব্যে) গর্জন করা (‘নাদে কাদম্বিনী’: মধু)।
নাদিত বিণ. ধ্বনিত, শব্দিত।
নাদী (-দিন্) বিণ. গর্জনকারী, শব্দকারী।
বি. স্ত্রী. নাদিনী।
নাদ2 [ nāda2 ] বি. ঘোড়া হাতি প্রভৃতি পশুর মল বা বিষ্ঠা।
[দেশি]।
Leave a Reply