নাতি1 [ nāti1 ] বি. 1 পৌত্র, পুত্রের পুত্র; 2 দৌহিত্র, কন্যার পুত্র; 3 পুত্রস্হানীয়ের বা কন্যাস্হানীয়ার পুত্র।
[সং. নপ্তৃ]।
নাতিজামাই, নাত-জামাই বি. নাতনির স্বামী।
নাতিনি, নাতনি বি. (স্ত্রী.) পৌত্রী, দৌহিত্রী, পুত্রের বা পুত্রস্হানীয়ের কন্যা; কন্যার বা কন্যাস্হানীয়ার কন্যা।
নাতিবউ, নাতবউ বি. নাতির স্ত্রী।
নাতি2 [ nāti2 ] বিণ-বিণ. অনতি, অনধিক, বেশি নয় এমন (নাতিশীতোষ্ণ, নাতিদীর্ঘ, নাতিস্হূল)।
[সং. ন + অতি]।
নাতিদীর্ঘ বিণ. খুব দীর্ঘ নয় এমন (নাতিদীর্ঘ বক্তৃতা)।
নাতিদূর বি. বিণ. বেশি দূর নয় এমন (‘নাতিদূরে তর হাসি উন্মথে নীরবতা’: সু. দ)।
নাতিশীতোষ্ণ বিণ. বেশি ঠাণ্ডাও নয়, বেশি গরমও নয় এমন, ঠাণ্ডা-গরম কোনোটিই বেশি নয় এমন।
নাতিশীতোষ্ণমণ্ডল বি. উত্তর বা দক্ষিণ হিমমণ্ডল ও গ্রীষ্মমণ্ডলের মধ্যবর্তী অঞ্চল, যেখানে শীত বা গরম কোনোটিই প্রবল নয়, temperate zone.
Leave a Reply