না জেনে করণ কারণ কথায় কি হবে। কথায় যদি ফলে কৃষি বীজ কেনে রোপে।। গুড় বলতে কি মুখ মিঠা হয় দীপ না জ্বালিলে আন্ধার কি যায় তেমনি জেনো হরি বলায় হরি কি পাবে।। রাজার পৌরাস১ করে জমির কর বাঁচে না যে রে সাঁই কি তোর একরারি কাজ রে পৌরাসে ছাড়বে।। গুরু ধর খোদাকে চেনো সাঁইর আইন আমলে আনো লালন বলে, তবে মনো সাঁই তোরে নিবে।।
———————————
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১২০
১ ‘পৌরাস’ শব্দের অর্থ বোঝা গেল না। সম্ভবত শব্দটি ঠিকভাবে লেখা হয়নি। ‘পৌরুষ’ হতে পারে।
Raj
Banamta thik kore nen
Bangla Library
কোনটা প্লিজ?
Raj
Banamta thik kore nen
Bangla Library
কোনটা প্লিজ?