নাড়ি, নাড়ী [ nāḍ়i, nāḍ়ī ] বি.
1 ধমনি;
2 রক্তবাহী শিরা;
3 (আয়ু) বাত, পিত্ত কফ মানবদেহের এই তিন অবস্হাজ্ঞাপক ধমনি;
4গর্ভনাড়ি যার সঙ্গে ভ্রূণমধ্যস্হ বা নবজাত শিশু সংযুক্ত থাকে;
5 (তন্ত্রশাস্ত্রে) যে তিনটি পথে প্রাণবায়ু প্রবাহিত যথা ইড়া, পিঙ্গলা ও সুষুম্না;
6(বিরল) এক দণ্ড সময় বা ২৪ মিনিট।
[সং. √ নল্ + ই]।
নাড়ি কাটা ক্রি. সদ্যোজাত শিশুর গর্ভনাড়ি কাটা।
নাড়িচক্র বি. তন্ত্রশাস্ত্রমতে ইড়া পিঙ্গলা প্রভৃতি ষোলোটি নাড়ির নাভিমূলে মিলনস্হান।
নাড়ি-ছেঁড়া ধন বি. সন্তান।
নাড়ি জ্বলা ক্রি. বি. ক্ষুধায় অস্হির হওয়া।
নাড়িজ্ঞান বি.1 নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর অবস্হা বিচারের ক্ষমতা; 2 (আল.) কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা।
নাড়ি টেপা বিণ. কেবল নাড়ি টিপতেই জানে এমন, অনভিজ্ঞ (‘নাড়ীটেপা ডাকতার’: রবীন্দ্র)।
নাড়ি দেখা ক্রি. বি. রোগীর নাড়ির স্পন্দন অনুভব করে তার অবস্হা বিচার করা।
নাড়িনক্ষত্র বি. 1 জন্মনক্ষত্র; 2 (আল.) আগাগোড়া সমস্ত সংবাদ বা তথ্য।
নাড়িভুঁড়ি বি. পেটের ভিতরের অস্ত্র ইত্যআদি বিভিন্ন ক্রিয়াসাধক অঙ্গ, আঁতড়ি।
নাড়ি মরা ক্রি. ক্রমাগত ক্ষুধার কষ্ট ভোগ করার ফলে খাওয়ার শক্তি নষ্ট হওয়া।
নাড়ির টান, নাড়ির যোগ বি. জন্মসূত্রে মনের টান; সন্তানের প্রতি মায়ের স্নেহের টান।
Leave a Reply