নাকি1, না কি [ nāki1, nā ki ] অব্য. প্রশ্ন, সন্দেহ, অনুমান প্রভৃতি ভাবব্যঞ্জক-নয় কি, তাই কি, সত্য কি (তুমি না কি চলে যাচ্ছে? ‘তোমার নাকি মেয়ের বিয়ে’: সু. রা.)।
[তু. সং. কিংনু > বাং. কিনা]।
নাকি2, (বর্জি.) নাকী [ nāki2, (barji.) nākī ] বিণ. 1 নাক থেকে উচ্চারিত, খোনা, অনুনাসিক (নাকি সুরে গান গাওয়া); 2 খোনা এবং ঘ্যানঘেনে (নাকি কান্না)।
[বাং. নাক2 + ই]।
নাকিকান্না বি. 1 খোনা সুরে কান্না; 2 মায়া কান্না, কৃত্রিম কান্না।
Leave a Reply