না1 [ nā1 ] নঞর্থক উপসর্গবিশেষ (নাহক, নারাজ, নাবালক)।
না2 [ nā2 ] বি. (আঞ্চ.) নৌকা (‘না নিয়ে গেল বোয়ালমাছে’: ছড়া)।
[বাং. নাও < সং. নৌ]।
না3 [ nā3 ] অব্য. বি. বৈপরীত্য বা নিষেধসূচক (যাব না, ‘ যেওনা যেওনা ফিরে’: রবীন্দ্র); 2 আপত্তি বা অমতসূচক (তার সবকিছুতেই না);3 অনুরোধ বা আদেশসূচক (‘আমায় থাকতে দে না’: রবীন্দ্র; চিঠিটা পড়েই দেখ না); 4 সংশয়, সন্দেহ বা অনিশ্চয়তাসূচক (রোদ উঠবে না?);5 আধিক্যসূচক (সেখানে কত-না মজা); 6 প্রশ্নসূচক বা বিস্ময়সূচক (বেড়াতে যাবে না? সে কি আজও যাবে না?); 7 অভাবসূচক (আমার না আছে টাকা না আছে জমি); 8 অথবা, কিংবা (কিছুই নেই, না অন্ন না বস্ত্র); 9 বিনা, ব্যতীত (না বুঝে কাজ কোরো না); 10 স্বকথিত প্রশ্ন ও উত্তরের সংযোগবাচক (অর্থ কী? না অনর্থের মূল); 11 ছড়ায় বা গানে স্বার্থে (একই অর্থে) প্রযুক্ত (‘কোন না কোন কাম করে’)
[সং. ন]।
নাবাচক, নাধর্মী বিণ. না বোঝায় এমন, negative.
Leave a Reply