মানুষ দাঁতের কত যত্ন করে। টুথপেস্ট দিয়ে প্রতিদিন দাঁত ঘষে। দাঁতের ফাঁকে যেন খাদ্যকণা আটকে না থাকে সে জন্য কাঠি বা সুতা দিয়ে দাঁত পরিষ্কার (ফ্লস) করে। তার পরও দাঁতে পোকা ধরে। যন্ত্রণায় কতই না কষ্ট পেতে হয়! অথচ কুকুর সারা দিন বাসি-পচা খাবার খায়। দাঁত ঘষার তো প্রশ্নই নেই। অথচ তাদের দাঁতে সাধারণত পোকা ধরে না। সব সময় ঝকঝকে সাদা। ধারালো দাঁতগুলো সব সময় ব্যবহারোপযোগী। কুকুরের দাঁত এত ভালো থাকে কীভাবে? কে তার দাঁত পরিষ্কার করে দেয়? কেউ না, নিজেই! আমরা দেখেছি, কুকুর মাঝেমধ্যে নিজের শরীর কামড়ায়। তাদের গায়ে একধরনের মাছি বসে, লেজ দিয়ে যতটুকু পারা যায়, তারা সেই মাছি তাড়ায়। তাতেও কাজ না হলে অতিষ্ঠ হয়ে কামড়ায়। এটা স্বাভাবিক। কিন্তু অনেক সময় মাছি না বসলেও তারা লেজের কাছাকাছি মুখ নিয়ে কামড়ায়। এই অভ্যাস তার দাঁত ভালো রাখতে সাহায্য করে। কুকুরের দেহের একটি গ্রন্থি থেকে একধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যা গুণের দিক দিয়ে ফ্লোরাইডের সমতুল্য। ফ্লোরাইড দাঁতের জন্য ভালো। আমাদের টুথপেস্টে সে জন্যই ফ্লোরাইড মেশানো হয়। কুকুরের এই নির্দিষ্ট গ্রন্থি তার লেজের ঠিক নিচের দিকে থাকে। লেজের আশপাশে কামড়ানোর সময় ফ্লোরাইড তার দাঁতে লাগে। ফলে কুকুরের দাঁতে সহজে পোকা ধরে না।
আব্দুল কাইয়ুম
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৫, ২০১১
নূর
ভােলা েলৃেগেেছ
Md Rasel Mahmud
খুব ভালো
general science
amra a bisoia kiso janta chy
Akash
we want to more about this.where are you collect from this?
sukanta
khub bhalo legeche..
nasim
kintu kukur chara anno jibera kivabe teeth poriskar kore?
খালেদ
যতদুর জানি মানুষের দাতেও পোকা হয় না ।কুকুরের তুলনায় মানুষের আয়ু অনেক বেশি হওয়ায় দাত ক্ষয় হয়ে মাড়িতে জীবানু সংক্রমন হয় ।
MANOJ
DARUN
Anwar
মানুষের হজমের জননো বিভিননো জিনিস খায় কিন্তু কুকুরেরা কী খায়?
rupak
kokur hojam er jonee koche grsh kahi
FarhanaRuma
চমতকা্র
Rajaul karim Raju
ভাই আপনিকি আগের জন্মে কি কুকুর ছিলেন ?যে এত কিছু বাদ দিয়ে কুকুর নিয়ে লেখা লেখি কোরতেছেন।
somrat
khub valo legece…………….
mohammad ali
Dog thay not suger.
552
bangla likha ta
Mitu
sob prani r jonnoi ki ai theory?