নরম [ narama ] বিণ.
1 কোমল (নরম শরীর, নরম মাটি);
2 মৃদু (নরম সুর);
3 শান্ত, অনুগ্র (নরম মেজাজ);
4 স্নেহ মায়া প্রভৃতি কোমল প্রবৃত্তিবিশিষ্ট (নরম মনের মানুষ);
5 শিথিল, ঢিলা (নরম বাঁধন);
6 ঈষত্ বিকৃত বা নষ্ট, টাটকা নয় (মাছটা নরম হয়ে গেছে);
7 ঘনীভূত নয় এমন, কড়া নয় এমন (নরম পাকের সন্দেশ);
8 অপ্রবল, অকঠোর, অদৃঢ় (তাকে নরম পেয়ে সবাই জ্বালায়, নরম ধাতের লোক);
9 খাস্তা বা মুচমুচে নয় এমন (নরম মু়ড়ি, নরম বিস্কুট);
10 হ্রাসপ্রাপ্ত, চড়ার বদলে পড়তি (বাজার নরম হয়েছে);
11 স্নিগ্ধ (সকাল বেলার নরম রোদ)।
[ফা. নর্ম্]।
নরমগরম বিণ. মিঠে-কড়া; মৃদু ও কঠোর।
☐ বি. মিঠে ও কড়া কথা; মৃদু ও কঠোর ব্যবহার।
নরমে গরমে ক্রি-বিণ. মৃদুতে ও কঠোরে; মৃদু কথা ও কড়া কথা মিলিয়ে (নরমে গরমে অনেক কথা তাকে শুনিয়ে দেওয়া হয়েছে)।
Leave a Reply