নয়ন1 [ naẏana1 ] বি. 1 নিয়ে যাওয়া (আনয়ন); 2 পাইয়ে দেওয়া; 3 যাপন, ক্ষেপণ (কালনয়ন)। [সং. √ নী + অন]।
নয়ন2 [ naẏana2 ] বি. চোখ, নেত্র। [সং. √ নী + অন]।
নয়নগোচর বিণ. দৃষ্টিপথবর্তী, নজরে এসেছে বা আছে এমন।
নয়নচকোর বি. যে-চোখ সৌন্দর্যরূপ জ্যোত্স্না পান করে; রূপমুগ্ধ চোখ।
নয়নজল, নয়ননীর বি. অশ্রু, চোখের জল।
নয়নঠার বি. অপাঙ্গদৃষ্টি, চোখের ইশারা।
নয়নতারা বি. 1চোখের ভিতরকার তারার মতো অংশবিশেষ; 2 চোখের তারার মতো প্রিয় ব্যক্তি; 3 ফুলবিশেষ।
নয়নবাণ বি. 1 বাণের মতো তীক্ষ্ণ চাহনি; 2চিত্তচাঞ্চল্যকর দৃষ্টি, কামোদ্দীপক চাহনি।
নয়নমণি বি. 1 চোখের মণি; 2 চোখের মণির মতো আদরের বা প্রিয় ব্যক্তি।
নয়নশোভন বিণ. দৃষ্টিনন্দন, সুন্দর, দর্শনীয়।
Leave a Reply