নয়1 [ naẏa1 ] বি. 1 নীতি; 2 ন্যায়শাস্ত্র; 3 শাস্ত্রবিহিত আচরণ।
[সং. √ নী + অ]।
নয়জ্ঞ, নয়বিত্ (-বিদ্) বিণ. নীতিজ্ঞ, নীতিশাস্ত্রজ্ঞ।
নয়জ্ঞান বি. রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি-এই তিন শাস্ত্রের জ্ঞান।
নয়2 [ naẏa2 ] ক্রি. (নহা দ্র) হয় না, নহে (সে রাজা নয়, তোমার নয়, সে কি ভালো নয়?)।
☐ বি. বেঠিক, অসত্য (হযকে নয় করা, হয় কি নয় নিজেই দেখো)।
☐ অব্য. না হয়, নতুবা, কিংবা, অথবা (হয় তুমি নয় সে)।
[বাং. না + হয়]।
নয়কো ক্রি. হয় না, নহে।
নয়তো ক্রি. মোটেই নয়, নয় (সে ধনী নয়তো)।
☐ অব্য. না হয়, নতুবা (আমি, নয়তো তুমি)।
নয়3 [ naẏa3 ] বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক।
[সং. নবন্]।
নয়ছয় বিণ. বিশৃঙ্খল; তছনছ, নষ্ট, পণ্ড।
Leave a Reply