নবিশ1, (বর্জি.) নবিস1 [ nabiśa1, (barji.) nabisa1 ] বি. লেখক, লিপিকার (খাসনবিশ, নকলনবিশ)।
[ফা. নবীস]।
নবিশি1, (বর্জি.) নবিসী1 বি. লেখকের কাজ বা লেখকগিরি।
নবিশ2, (বর্জি.) নবিস2 [ nabiśa2, (barji.) nabisa2 ] বি. 1 নতুন শিক্ষার্থী (শিক্ষানবিশ); 2 আনাড়ি লোক (তুমি দেখছি একেবারেই নবিশ)।
[ইং. novice]।
নবিশি2, (বর্জি.) নবিসী2 বি. নতুন শিক্ষার্থীর কাজ (শিক্ষানবিশি)।
Leave a Reply