নবাব [ nabāba ] বি.
1 মুসলমান সামন্তশাসক বা বাদশাহের প্রতিনিধি;
2 অভিজাত মুসলমানদের সরকারি খেতাববিশেষ;
3 (বিদ্রূপে) নবাবের তুল্য অহংকারী আরামপ্রিয় ও বিলাসী ব্যক্তি।
[আ. নবাব্]।
নবাবজাদা বি. নবাবের পুত্র। স্ত্রী. নবাবজাদি।
নবাবপুত্তুর বি. (ব্যঙ্গে) নবাবজাদার মতো বিলাসী ও আরামপ্রিয় লোক।
নবাবি বি. নবাবের মতো আচার-আচরণ।
☐ বিণ. 1 নবাবসুলভ (নবাবি মেজাজ); 2 নবাবসম্বন্ধীয় (নবাবি আমল)।
Leave a Reply