গুরু-শিষ্য এক আত্মা যদি হওয়া যায়। ওরে তারে ধরতে বড় দেরী নয়, চিনতে বড় দেরী নয়।। গুরু-শিষ্য একই আত্মা, শিষ্য যদি দর জাগায়।। শিষ্য হইতে গুরুর উদ্ধার এমন শিষ্য কয়জন হয়।। শিষ্যের বাড়ির ফুল-বাগিচা, ফুলের অঙ্কুর আছে গুরুর ঠাঁই। গুরুর অঙ্কুর না বসিলে তাকে কেবা শিষ্য কয়।। ফকির লালন বলে, সাঁইর বচনে শিষ্য হওয়া বড় দায়। তিন মনকে এক মন করে ঐ চরণে সাধন ভজন করতে হয়।।
————-
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৪৯
Leave a Reply