নগর [ nagara ] বি. বড় শহর।
[সং. নগ + র]।
বিণ. নাগরিক।
বি. (স্ত্রী.) নগরী।
নগরকীর্তন, নগরসংকীর্তন বি. নগরের পথে পথে দল বেঁধে ঘুরে ঈশ্বরের নামগান।
নগরচত্ত্বর বি. শহরের মধ্যবর্তী কেনাবেচার স্হান বা বাজার।
নগরদ্বার বি. শহরের প্রধান প্রবেশপথ।
নগরপাল বি.
1 কোটাল, শহরের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ববিশিষ্ট পদস্হ কর্মচারী;
2 পুলিশ কমিশনার;
3 পুলিশ সুপারিনটেণ্ডেণ্ট।
নগরস্হ বিণ. নগরে অবস্হিত; নগরে বাসকারী। নগরাধ্যক্ষ বি. নগরের ভারপ্রাপ্ত সরকারি বা বেসরকারি কর্মচারী।
নগরিয়া — নগুরে -র বিরল রূপ।
নগরীয় বিণ. নগরসম্বন্ধীয়; শহুরে।
নগরোপান্ত বি. শহরের উপকণ্ঠ বা সন্নিহিত স্হান।
Leave a Reply