ধ্যান [ dhyāna ] বি. 1 মনের স্হিরতা লাভের উদ্দেশ্যে গভীর চিন্তা; 2 অভিনিবেশসহকারে মনন বা স্মরণ; 3 (দেবতাদির) রূপচিন্তন।
[সং. √ ধ্যৈ + অন]।
ধ্যানগম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত (‘ধ্যানগম্ভীর এই-যে ভূধর’: রবীন্দ্র)।
ধ্যানগম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন।
ধ্যানজ্ঞান বি. ধ্যান বা চিন্তার একমাত্র বিষয়।
ধ্যানধারণা বি. চিন্তা ও ধারণা; (বাং. অর্থ) ভাবনা ও বিশ্বাস; মনন ও স্মরণ।
ধ্যাননেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)।
ধ্যানভঙ্গ বি. বাধাবিঘ্নের জন্য অকালে ধ্যানের সমাপ্তি।
ধ্যানমগ্ন বিণ. ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে আছে এমন, গভীরভাবে ধ্যানরত।
ধ্যানরত, ধ্যানস্হ বিণ. ধ্যান করছে এমন।
ধ্যানাসন বি. ধ্যান বা চিন্তা করবার উপযোগী বিশেষ আসন বা ভঙ্গি।
ধ্যানী (-নিন্) বিণ. ধ্যানকারী।
Leave a Reply