ধোকড়, ধোকড়া [ dhōkaḍ়, dhōkaḍ়ā ] বি. 1 ছেঁড়া কাঁথা; 2 মোটা কাপ়ড়; 3 মোটা সুতোয় তৈরি থলি।
[হি. ধুকড়ী]।
কথার ধোকড় — বাক্যবাগীশ, কথা বলায় পটু।
মাকড় মারলে ধোকড় হয় — (অন্য লোকে মাকড়সা মারলে মহাপাপ হয় কিন্তু) নিজে পাপ করলে তাতে দোষ হয় না; নিজের অপরাধে লঘুদণ্ড; একপেশে বিচার।
Leave a Reply