গুরু-বস্তু চিনলে না। অপারের কাণ্ডারী গুরু, তা বিনে কুল কেউ পাবে না।। কি কার্য করিব বলে এ ভবে আনিয়াছিলে কি ছার মায়ায় রইলি ভুলে সে কথা মনে প'ল না।। হেলায় হেলায় দিন গেল মহাকালে ঘিরে এল আর করবি কি করবি বল রং-মহলে প'ল হানা।। ঘরে এখন বহিছে পবন হতে পারে কিছু সাধন সিরাজ সাঁই কয়, শুন লালন এবার গেলে আর হবে না।।
—————–
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১২১; লালন-গীতিকা, পৃ. ৬৫
কথান্তর:
গুরু-বস্তু চিনে লেনা। অপারের কাণ্ডারী গুরু, তা বিনে কুল কেউ পাবে না।। হেলায় হেলায় দিন ফুরাল মহাকালে ঘিরে এল আর কতকাল বাঁচবি বল রং মহলে লাগল হানা।। কি বলে এই আলী বিনা কর্ম করে গেলি মিছে মায়ায় ভুলে রইলি সে কথা তোর মনে হয় না।। এখনও চলছে পবন হতে পারে কিছু সাধন সিরাজ সাঁই কয়, অবোধ লালন এবার গেলে আর হবে না।।
—————-
বাউল কবি লালন শাহ, পৃ. ২৭৯
Leave a Reply