গুরুপদে মতি আমার হল কই।
সাধন আজ হবে কাল হবে বলে
কথায় কথায় দিন গেল।।
যেরূপ দেখি তাইতে আঁখি
হয়ে যায় রে বিভোল।
দীপের আলোয় দেখে যেমন
পতঙ্গ পুড়ে ম’ল।।
ইন্দ্রিয়াদি সব বিবাদী
সদায় যে বাধায় গোল।
তারা কারো কথা বলে না
উপায় কি করি বল।।
কি করিতে এলাম ভবে
কি করে জনম গেল
লালন বলে যজ্ঞের ঘৃত
সকলি কুত্তায় খেল।।
————————
হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৩৯৬
kazi Zahidul islam
বাউল সম্রাট লালন ফকির প্রংঙ্গে বলতে গেলে যা বলতে হয় তা আমার মতো ুদ্র থেকে ুদ্রতর ব্যাক্তির প েবলা সম্ভব নয়। আমার এই সিিমত জ্ঞান দিয়ে আমি তার অনেক আলোচনা সমালোচনা করতে পারি ুকিন্তু তা এই বিশ্ব সংসারে কতটুকু গ্রহন যোগ্য হবে ?। তাই আমি কোন মন্তব্য করা থেকে বিরত রইলাম আপনারা যারা জ্ঞানী গুনি আছেন তারাই মন্তব্য করুন ।
ধন্যবাদ ।
kazi Zahidul islam
বাউল সম্রাট লালন ফকির প্রংঙ্গে বলতে গেলে যা বলতে হয় তা আমার মতো ুদ্র থেকে ুদ্রতর ব্যাক্তির প েবলা সম্ভব নয়। আমার এই সিিমত জ্ঞান দিয়ে আমি তার অনেক আলোচনা সমালোচনা করতে পারি ুকিন্তু তা এই বিশ্ব সংসারে কতটুকু গ্রহন যোগ্য হবে ?। তাই আমি কোন মন্তব্য করা থেকে বিরত রইলাম আপনারা যারা জ্ঞানী গুনি আছেন তারাই মন্তব্য করুন ।
ধন্যবাদ ।
kazi Zahidul islam
বাউল সম্রাট লালন ফকির প্রংঙ্গে বলতে গেলে যা বলতে হয় তা আমার মতো ুদ্র থেকে ুদ্রতর ব্যাক্তির প েবলা সম্ভব নয়। আমার এই সিিমত জ্ঞান দিয়ে আমি তার অনেক আলোচনা সমালোচনা করতে পারি ুকিন্তু তা এই বিশ্ব সংসারে কতটুকু গ্রহন যোগ্য হবে ?। তাই আমি কোন মন্তব্য করা থেকে বিরত রইলাম আপনারা যারা জ্ঞানী গুনি আছেন তারাই মন্তব্য করুন ।
ধন্যবাদ ।