ধিক, (বর্জিত) ধিক্ [ dhika, (barjita) dhik ] অব্য. নিন্দা লজ্জা অবজ্ঞা ভর্ত্সনা বিরক্তি ঘৃণা প্রভৃতি ভাবপ্রকাশক; ছিঃ।
[সং. ধিক্]।
ধিক্কার, ধিক্কার বি. 1 ধিক ধিক উক্তি ওই উক্তি দ্বারা ঘৃণা নিন্দাবাদ অবজ্ঞা বিরক্তি প্রভৃতির প্রকাশ; 2 অপকর্ম বা অন্যায় বা ভূলের জন্য বিরাগ বা ঘৃণা (আমার মনে ধিক্কার জন্মেছে)।
ধিক্কৃত, ধিক্কৃত বিণ. ধিক উক্তি দ্বারা নিন্দিত; নিন্দিত, ভর্ত্ সিত ; অবজ্ঞাত; ঘৃণিত।
Leave a Reply