কোথা আছে রে সেই দীন দরদী সাঁই?
চেতন-গুরুর সঙ্গ লয়ে খবর কর ভাই।।
চক্ষু অন্ধ দেলের ধোঁকায়
কেশের আড়ে পাহাড় লুকায়
কি রঙ্গ সাঁই দেখছে সদায়
বসে নিগুম ঠাঁই।।
জেন্তে যদি না দেখিবে
আর কোথা কিরূপে পাবে
ম’লে গুরু প্রাপ্ত হবে
কিসে বুঝি তাই।।
এখানে না দেখলাম যারে
চিনব তারে কেমন করে
ভাগ্যেতে আখেরে তারে
দেখিতে যদি পাই।।
ঠাউরে ভজন সাধন কর
নিকটে ধন পেতে পার
লালন বলে, নিজ মোকাম ঢোঁড়
বহু দূরে নাই।।
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১২৪
শিপন
খোব ভাল লাগলো যাহা কেবল লিখিয়া শ্রকাশ সম্ভব নহে। আহা! এমন টি করে আর কেহ কোন গান লিখিল না, কি যে গানের অর্ন্তনিহত ভাব+আবেগ তাহা কেবল তাহার পক্ষেই অনুধাবন করা সম্ভব যে আপন দেহ কে তরী বানিয়ে তাহাতে বাদান উঠায়েছে অনুকুলে- ভাল লাগল ভাই ভাল লাগল এমন সুন্দর অমূল্য জিনিস নিগূঢ় কথার গান গুলো সবার মাঝে তুলে ধরার জন্য । আপনাদের এই প্রচেষ্টা চির অম্লান থাক সেই কামনায়- শিপন