দ্রাঘিমা [ drāghimā ] (-মন্) বি. 1 কোনো নির্দিষ্ট মধ্যরেখা থেকে (যেমন গ্রিনিচস্হিত মধ্যরেখা) অন্য কোনো স্হানের মধ্যরেখার কৌণিক দূরত্ব, দেশান্তর, longitude (বি. প.); 2 দৈর্ঘ্য।
[সং. দীর্ঘ + ইমন্]।
দ্রাঘিমাংশ বি. দ্রাঘিমা বা দ্রাঘিমা রেখা।
দ্রাঘিমারেখা বি. দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বোঝাবার কল্পিত রেখা।
Leave a Reply