দ্রব [ draba ] বিণ. তরল, গলিত (জলে দ্রব হওয়া)।
☐ বি. 1 জল ইত্যাদির দ্বারা তরলীকৃত পদার্থ, solution (বি.প.); 2 তরল বস্তু।
[সং. √ দ্রু + অ]।
দ্রবণ বি. তরলীভবন, গলন, solution.
দ্রবণীয় বিণ. গলানো যায় এমন।
দ্রবতা, দ্রবত্ব বি. দ্রবীভবন; তরলতা।
দ্রবীকরণ বি. (কঠিন পদার্থকে) তরল করা।
দ্রবীকৃত বিণ. তরলীকৃত, তরল করা হয়েছে এমন।
দ্রবীভবন বি. (কঠিন পদার্থের) তরলীভবন, তরল হওয়া।
দ্রবীভূত বিণ. তরলীভূত, তরল হয়েছে এমন, বিগলিত।
Leave a Reply