দ্ব্যর্থ [ dbyartha ] বি. দুই অর্থ, দুইপ্রকার অর্থ।
☐ বিণ. 1 দুই অর্থযুক্ত, দুই অর্থ হয় এমন; 2 যার অর্থ অস্পষ্ট।
[সং. দ্বি + অর্থ]।
দ্ব্যর্থক বিণ. দুইপ্রকার অর্থযুক্ত।
বি. দ্ব্যর্থকতা।
দ্ব্যর্থহীন বিণ. দুই প্রকার অর্থ হয় না এমন; স্পষ্ট অর্থযুক্ত (দ্ব্যর্থহীন ভাষায় জানানো হল)।
Leave a Reply